সিরাজদিখানে রিভলবারসহ ২ ডাকাত গ্রেফতার
সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধ :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতি করে পালানোর সময় ১ টি রিভলবারসহ ২ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এসময় ডাকাতির একলাখ টাকা, একটি মোটরসাইকেল রিভলবার ও তার ৩টি গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের বনখোলা ব্রীজের সামনে থেকে তাদের আটক করা হয়। ডাকাতরা হলো- জেলার বজ্রযোগীনি ইউনিয়নের গুহপাড়া গ্রামের সুরুজ শেখের ছেলে তপু ইসলাম (৩২) ও সিপাহীপাড়া বল্লালবাড়ি এলাকার মৃত সানাউল্লাহ বেপারীর ছেলে সামসুজ্জামান ছনেট (৩৮)।
স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ জানান, ব্যবসায়ীদের ডাক চিৎকার আমরা এলাবাসী চারিদিকে ঘেড়াও করে পিস্তলসহ ২ ডাকাতকে আটকাই।
ভুক্তভোগী ফল ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান তার ১ লাখ ৬৫ হাজার টাকা, রিক্তার কাজীর ৫০ হাজার টাকা ও খোকন কাজীর ৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ২০ হাজার টাকা, পিস্তলের ভয় দেখিয়ে মারধর করে নিয়ে যায়।
আজ দুপুর দুইটায় থানায় প্রেস ব্রিফিং করে সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম জানান, আটককৃত ডাকাতদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার রয়েছে , তাদের কাছ থেকে নর্থ আমেরিকান লিখা একটি রিভলবার, ডাকাতির লক্ষাদিক টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।