সিরাজদিখানে রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় ভবন কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় সম্পন্ন হয়। এতে ৫৭৮ ভোট পেয়ে রাকিব খান, ৫৫৯ ভোট পেয়ে মোঃ সোহেল রানা,৫৫৬ ভোট পেয়ে আসলাম খান, ৪৭০ ভোট পেয়ে মনির হোসাইন বিদ্যালয়ের সাধারণ পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ৫৮২ ভোট পেয়ে মারিয়া আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ খোকন মিয়া।