সিরাজদিখানের পৃথক স্থানে এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের ব্যপক গণসংযোগ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
আগামী ২৯ মে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকার পৃথক স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন। রবিবার দুপুর ১২ টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল বাজার,গুয়াখোলা বাজার ও গ্রীগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে দুপুর দেড়টার দিকে কেয়াইন ইউনিয়নের ইসলামপুর ও নিমতলা বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিকাল ৫ টার দিকে রাজানগর ইউনিয়নের আব্দুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে সম্মানিত অতিথী হিসেবে যোগ দেন অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন। এরপর সন্ধ্যায় রাজানগর বাজারে অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের পর মধূরপুর ও এর আশপাশের এলাকায় ব্যপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি ভোট প্রত্যাশা করেন। গণসংযোগকালে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টুসহ এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের কর্মী ও সমর্থকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।