তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হলেন সিরাজদিখান রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউশনের ৬শিক্ষাথী
সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর
রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট ইন্সটিটিউশন ৬ শিক্ষার্থী অতিরিক্তি গরমে অসুস্থ হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের পাঠদান চলাকালীন শ্রেণীকক্ষেই ঘটে তাদের অসুস্থতার ঘটনা।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী মুনা আক্তার, তুলি সরকার, খাদিজাতুল আকরিন, আতিকা আক্তার, নবম শ্রেণীর শিক্ষার্থী মেহেনাজ আক্তার মিথিলা, ৮ম শ্রেণীর শিক্ষার্থী পিয়সি মন্ডল।
বিদ্যালয় শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানায়, তীব্র গরমে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পরছে। আমরা চাই এমন গরমে মর্নিং স্কুলের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান করানো হোক।
রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক বিশ্ব নাথ তালুকদার জানান, বতর্মান আবহাওয়া খুব গরম যাচ্ছে। শিক্ষার্থীরা গরমে অসুস্থ অনুভ করায় তারা ছুটি চেয়েছে। আমি তাদের ছুটি দিয়েছি। তারা এখন ভালো আছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুল রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন জানান, আজ বিদ্যালয়ের প্রথম দিন হওয়ায় কয়েকটা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্বস্তি অনুভব করেছে। তাদের ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এ ছাড়া রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট এর বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম বিষয়টি আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাব।