সিরাজদিখানে ব্যক্তি সংগঠনের উদ্যোগে ৭ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা-বাবার দোয়া ফাউন্ডেশন নামে একটি ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে সু্বিধা বঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পান কবিরাজ শাহ জালালের নিজ বাড়ী থেকে ইউনিয়নের ৭ শত পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ বারের ম্যানেজিং কমিটির সদস্য জি.এম শাহ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মানিক, আওয়ামী লীগ নেতা মাহফুজ শিকদার। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুসহ আরো অনেক।