সিরাজদিখানে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি-১৯৯৩ ব্যাচ বন্ধুমহলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি-১৯৯৩ ব্যাচের আয়োজনে ও ব্যাচটির দেশে ও প্রবাসে অবস্থানরত বন্ধু মহলের ব্যক্তিগত অর্থায়নে গতকাল ১৯ রমজান শনিবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে অবস্থিত আল্লামা আফজাল আহমাদ দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুমহলের মধ্যে উপস্থিত ছিলেন, জাহিদ শিকদার,জয়ন্ত ঘোষ,এএইচএম সাইফুল মিন্টু, সাইফুল ইসলাম দীপু, দেবব্রত ঘোষ সমির, কামরুজ্জামান লিপু, মোহাম্মদ তরিকুল ইসলাম, সেলিম শিকদার, মিয়ার হোসেন, তাইজুদ্দিন, খাইরুল আলম, রমজান হোসেন, মশাহজাহান, গিয়াসউদ্দিন, সুফিয়ান, আসলাম, মিজানুর রহমান, আলমগীর তালুকদার, মীর সোহাগ,জয়, মিজান,সেলিম মৃধা, ইয়াছিন, দুলু রহমান, মিয়ার হোসেন, সুমন, ইয়াসিন, ইবনে মিজান, পলাশ ও রতন প্রমূখ।ইফতারের পূর্ব মুহূর্তে সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল ও মুক্তি কামনাসহ এসএসসি ২০০০ ব্যাচ বন্ধুমহলের পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন, আল্লামা আফজাল আহমাদ দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মুফতি শরিফুল ইসলাম মাহমুদি।