সিরাজদিখানে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজদিখান প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে রবিবার বেলা ১১ টায় রশুনীয়া উচ্চ বিদ্যালয় সভা কক্ষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন বোরহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ লস্কর। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ আসলাম মিয়া। রশুনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জি এম শাহ আলম, এছাড়া বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।