সিরাজদিখান প্রতিনিধিঃ
কথায় বলে মানুষকে অঢেল টাকা দিয়ে সন্তুষ্ট করা না গেলেও পেট ভরে খাইয়ে নাকি অতি সহজেই তুষ্ট করা যায়। সাথে খাবার খাইয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারলে তাদের দোয়া পাওয়ার পাশাপাশি মানুষের সন্তুষ্টিও নাকি লাভ করা যায়। সমাজে মানুষ মানুষকে সন্তুষ্টির জন্য ভুঁরি ভোজ করালেও এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবীর সাগরের মাদরাসা ছাত্রদের ভুড়ি ভোঁজ করানোর উদ্দোশ্য খানিকটা ব্যতিক্রম। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য মাদরাসা ছাত্রদের ভুঁড়ি ভোজের আয়োজন করেছেন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী গ্রামে তার নিজ বাড়ীতে মাদরাসা ছাত্রদের ভুঁড়ি ভোজের এ আয়োজন করেন সমাজ সেবক হুমায়ুন কবীর সাগর। জানা যায়, বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবীর সাগরের পিতার নামানুসারে প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক তসামাজিক সংগঠন এইচ নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাতিয়ানতলী কওমি মাদরাসা, রাজদিয়া দারুসসালাম কওমি মাদরাসা ও আবিরপাড়া মাদরাসার স্টাফ ও শিক্ষসহ ২ শত ১০ জন ছাত্রকে ভুঁড়ি ভোজ করান। এসময় অরাজনৈতিক ও অলাভজনক সমাজ সেবা মূলক সামাজিক সংগঠনটির সদস্যরা উপস্থিত থেকে মাদরাসা তিনটির ছাত্রদের ভুঁড়ি ভোঁজের মেহমানদারী করেন। ভুঁড়ি ভোজ শেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে হুমায়ুন কবীর সাগরের মরহুম পিতা নূর মোহাম্মদ হাওলাদারের রুহের মাগফিরাত কামনাসহ হুমায়ুন কবীরের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামণা করা হয়।