মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ উন্নায়ন সোসাইটি ও মিডিয়া পার্টনার মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম এর আয়োজনে আনন্দ্র ভ্রমণ আয়োজন করা হয়, মুন্সীগঞ্জ থেকে ৫ টি বাসে করে প্রায় ১০০ জন লোক নিয়ে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আনোয়ার সিটি প্রবেস করে সবাইকে সকালের নাস্তা শেষে, পবিত্র কুরআন তেলয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, সাথে কুরআন এর তাফসির আসহাবে কাহাব এর সংক্ষিপ্ত ঘটনা আলোচনা, দেশাত্মবোধক গান এর মাধ্যমে পরবর্তি অনুষ্ঠান সুচি আলোচনা করা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাড়ি ভাঙ্গা খেলার পর সুইমিং পোলে গা ভিজেয়ে আনন্দ করে গোসল করা, গোসল শেষে জহুরের নামাজ আদায় করে খাবার খেয়ে, আলোচনা হামদ , নাত ও ইসলামি সংগিত পরিবেশনা করা হয়। বিকালে আনন্দে আনন্দে নানান আড্ডার মধ্য দিয়ে যাত্রা নির্ধারিত গন্তব্যে পৌঁছান।