মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে ভি ডাব্লিউ বি কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২) ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভি ডাব্লিউ বি কর্মসূচির চাউল বিতরণ করা হয়। এ সময় রশুনিয়া ইউনিয়নের ১৩৬ জন কার্ডধারী উপকারভোগী অতিদরিদ্র মহিলাদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরন অনুষ্ঠানে রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন বর্তমান সরকারের চলমান ভি. ডাব্লিউ. বি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ১৩৬ জন উপকারভোগী রয়েছেন। তাদের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ২ মাসের ৬০ কেজি (জনপ্রতি) চাল বিতরণ করা হয়েছে।
৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার ) জাকির হোসনে গ্রামীণ দুস্থ নারীদের উদ্দেশ্য বলেন , শেখ হাসিনা সরকার দুস্থ ও গরীবের সরকার। যারফলে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দিয়ে সরকার সহযোগিতা করছেন।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ।