সিরাজদিখানের রশুনিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন!
সিরাজদিখান প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজদিখানে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার প্রথম প্রহরে প্রত্তুসে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতার সূচনা করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রীকেট টুর্ণামেন্টের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় রাকিব শেখ, মুন্না বেপারী, আহসানুর শিকদার, সাগর জমাদ্দার,সাইদুল ঢালী,কাউসার শেখ সাজিদ বেপারী ও সাগর আয়োজনে ও পরিচালনায় সকাল ১০ টায় চোরমর্দ্দন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রশুনিয়া ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ইকবাল দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ফজলুল করীম মুরাদ শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শিকদার, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ সদস্য দিপক কর, আবুল কালাম বেপারী, আলিম হাওলাদার,মোঃ নাসির উদ্দীন, মোঃ রানা শেখ,বিপ্লব, মারুফসহ আরো অনেকে। রাত ১০ টায় স্থানীয় যুবক ও আয়োজকদের মধ্যে প্রীতি ক্রীকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়ে।