১নং রসুনিয়া ইউপি সদস্য শাহীন সর্দার এর ছোট ভাই প্রবাসী জাহিদ সর্দার এর স্ত্রী শিলা আক্তার অভিযোগ করেন, সদন কুমার দেবনাথ কে তারা অনেকবার প্রশানিক ও বহু ভাবে তাঁর পোল্ট্রি ফার্ম বন্ধের জন্য বলে। কারণ স্বরূপ তাঁর ৫ মাস বয়সী সন্তান সহ নারী, শিশু ও পরিবার এর সবাই ফার্ম এর দুর্ঘন্ধে অসুস্থ হন। তারা বহুবার বিষয়টির প্রতিকার চেয়ে, কোনো প্রতিকার পান নি। আজ স্থানীয় সময় সকাল ১০ তাঁর দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এসময় শিলা আক্তার তাঁদের ডাক্তারিক সার্টিফিকেট দেখান। যেখানে তারা ফার্ম এর দুর্ঘন্ধ থেকে সৃষ্ট অসুখ এর বেপারে সত্যতা পাওয়া যায়। সদন কুমার দেবনাথ এর কাছে এ বিষয় যোগাযোগ করার করলে তিনি সহ তাঁর পরিবার বেপারটি এড়িয়ে যায়। স্থানীয় জনগণ এর কাছে তাঁর বেপারে জানতে চাইলে তারা বলেন নানা সময় নানা অপকর্ম, হিন্দু দেখিয়ে প্রশাসনিক ঢর ভয় দেখান ও তাঁর বিরুদ্ধে ইস্কন এর সাথে সম্প্রীকতটা অভিযোগ পাওয়া গেছে।