সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে ভাংচুর ও লুটপাট এর ঘটনা ঘটেছে। গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি শান্ত মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দিনপূর্বে শেমলী বেগম(৪০) স্বামী: রাশেদ মোল্লাহ’র সাথে শরীফের একটি বিরোধের সৃষ্টি হয় যা এখনো চলমান। পূর্বের বিরোধকে কেন্দ্র করে গত বুধবার দুপুর ২ টায় শেমলীর বাড়িতে অনাকাঙ্ক্ষিত হামলা করে শরীফ ও তার লোকজন। বাড়ি ভাংচুর করে ও ঘরের আসবাবপত্র ২ ট্রাকে করে সব নিয়ে যায়।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, দুপুর দিকে হালকা বৃষ্টি হচ্ছিলো সে সময় শরীফ ২ ট্রাক ও ১০/১২ টা মোটরসাইকেল ২০/২৫ লোক আসে।আইসা সরাসরি শেমলির দোকানের সাটার গুলো রানদা দিয়ে কোপায় এবং সাটার খুলে ট্রাকে তোলে। এরপর শেমলির বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরের সকল মালামাল ট্রাকে করে নিয়ে যায়।
শেমলী বেগম বলেন,আমার সাথে শরীফের দীর্ঘ দিন পূর্বে একটি বিরোধ ছিলো। সেটাকে কেন্দ্র করে হঠাত করে শরীফ আমার বাড়িতে হামলা করে।আমার ঘরে থাকা আসবাবপত্র ও দোকানের সাটার খুলে নিয়ে যায়। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। আমি বাড়িতে ছিলাম না ওরা আমাকে বাড়িতে পেলে আমাকে ও মেরে ফেলতো। আমি আমার জীবনের নিরাপত্তা পাচ্ছি না। শরীফের বাড়ি চালতি পারা হওয়াতে ভয়ে শরীকে কেউ কিছু বলার সাহস পায় না। আমি লোক মাধ্যমে শুনতে পাইছি শরীফ সকল মালামাল নিয়ে যাওয়ার সময় বলে গেছে। এই বিষয় নিয়ে যদি আমি কোন প্রকার মামলা মোকাদ্দমা করার চেষ্টা করি তাহলে আমাকে প্রানে মেরে ফেলবে।
এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।