সিরাজদিখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আওলাদ হোসেন মৃধার গণসংযোগ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রার্থী হিসেবে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে স্থানীয় ভাবে প্রচার প্রচারণা চালাতে লক্ষ করা যাচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধা প্রচার প্রচারণার অংশ হিসেবে স্থানীয় ভাবে গণসংযোগ করেছেন। প্রচারই প্রসার এমন কথা মাথায় রেখে গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা অবদি উপজেলার লতব্দী ও রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আওলাদ হোসেন মৃধা। এসময় নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে জণসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। গণসংযোগকালে মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং তার সমর্থকরা উপস্থিত ছিলেন।