সিরাজদিখান ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
সিরাজদিখানে শিশু বরণ উৎসব ও ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাকটর আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ারা বেগমের। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য মোহাম্মদ আসলাম হোসেন মোল্লা, উপজেলার প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ এ এম মহসিন, খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনরুল ইসলাম, মোল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির প্রমূখ।#