সিরাজদিখানে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামস্থ মারকাজ মসজিদের সামনে থেকে গত মঙ্গলবার চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। পর দিন বুধবার বিকালে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি থেকে ইজিবাইকটি উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেয় স্থানীয়রা। চুরি হওয়া ইজিবাইক ফিরে পেয়ে খুশিতে আত্নহারা ইজিবাইকের মালিক মোঃ কামাল হোসেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া মারকাজ মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য মারকাজ মসজিদের সামনে ইজিবাইক রেখে নামাজে যান ইজিবাইকের মালিক মোঃ কামাল হোসেন। নামাজ শেষে বেরিয়ে দেখেন কে বা কারা তার ইজিবাইক চুরি করে নিয়ে গেছে। এদিকে চুরি হওয়া ইজিবাইক জৈনসারের চম্পকদি খেলার মাঠের সামনে দেখতে পেয়ে স্থানীয় মো: শহীদ,, রমজান, হাবিব ইউপি সদস্য আওলাদ হোসেনের কাছে গাড়িটি জিম্মায় রাখা হয়। মেম্বার ও এলাকাবাসী গাড়িতে গিয়ে দেখে গাড়িতে ব্যাবহারিত ৭০ হাজার টাকা দামি ব্যাটারী ইজি পাইক থেকে নিয়ে গিয়ে ব্যাটারী বডিটা রেখে পালিয়েছে। ইজিবাইক পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের একটি স্ট্যাটাস দেন এলাকার যুবক। স্ট্যাটাস দেখে ইজিবাইকের মালিক উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে স্থানীয় ইউপি সদস্য আওয়লাদ হোসেনের, জিম্মায় রাখা ইজিবাইকটি তার নিজের ইজিবাইক মর্মে শনাক্ত করেন এবং যথাযথ তথ্য প্রমান দিলে ইজিবাইক মালিকের কাছে তার চুরি হওয়া ইজিবাইক বুঝিয়ে দেন স্থানীয়রা।