সিরাজদিখান বাজার বনিক সমিতির পক্ষ থেকে পাহাড়াদারদের মাঝে পোষাক ও ক্যাপ বিতরণ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজার বনিক সমিতির পক্ষ থেকে বাজার পাহাড়ায় কর্মরত পাহাদারদের মাঝে নাইট গার্ড ইউনিফর্ম ও মাথার ক্যাপ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে সিরাজদিখান বাজার বনিক সমিতির অস্থায়ী কার্যালয় থেকে বাজার পাহাড়ায় কর্মরত ৮ জনের মাঝে এ গার্ড ইউনিফর্ম ও মাথার ক্যাপ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক হাজী মোতাহার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলম খান, কোষাধ্যক্ষ বিপ্লব হাওলাদারসহ সিরাজদিখান বাজার বনিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।