মোঃ রুবেল বেপারী : মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। আজ শনিবারা ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা মঞ্চে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সিরাজদিকান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক. অর্থ সম্পাদক শেখ আব্দুল করিমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ, বিভিন্ন রাজনৈতিক দলসহ সকল শ্রেণি পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।