সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী শেখ মনির হোসেন মিলনের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মনির হোসেন মিলন বিএ ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার দিনব্যাপী তিনি উপজেলার নিমতলা এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজন জনসচেতনতা। এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার পরিজনের দুচিন্তার কারণ হয়েছে। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়েছে। আপনাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাড়া ও মহল্লায় মহল্লায় গিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজে উদ্যোগী হবো।
এ ছাড়াও শিশু বিবাহ রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ নানা জনহিতকর কাজ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে ভূমিকা রাখবো।