সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার (২০ নভেম্বর) সকালে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ঝিকুট ফাউন্ডেশন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাসার ও সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক শোভন সারোয়ার, সিরাজদিখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ আক্তার সম্পা, সদস্য জুয়েল শেখ, হাফসা আক্তার, তানজিল আহসান রাতুল, সিজান খান, মারুফ, জয়া প্রমুখ।