সিরাজদিখানে হিজাব খুলে কলেজ ছাত্রীকে লাঞ্চিত, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আরিয়ান আক্তার নামে এক কলেজ ছাত্রীকে হিজাব খুলে লাঞ্চিত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীসহ তার সহপাঠী তরিকুল ইসলাম নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই বখাটে যুবক শেখরনগর গ্রামের বোরহানের ছেলে সাব্বির ও একই গ্রামের নূর আলমের ছেলে অভি। গত সোমবার বিকালে উপজেলার শেখরনগরের পালপাড়ার সরকারী হাসপাতাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা মোঃ মিন্টু মোড়ল বাদী হয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আরিয়ান আক্তার ও তরিকুল ইসলাম উভয়ে গোপালপুর আলী আজগর কলেজের শিক্ষার্থী। গতকাল সোমবার বিকালে তারা দুই জন প্রাইভেট পরে গোপালপুর সরকারী হাসপালের সামনে দিয়ে বাড়ী ফিরছিলেন। এসময় বখাটে সাব্বির ও অভিসহ আরো বেশ কয়েকজন তাদের পথরোধ করে কুরুচিপূর্ণ কথা বলাসহ খারাপ আচরণ শুরু করে। একপর্যায়ে বখাটে ওই যুবকরা আরিয়ান আক্তারের হিজাব টেনে খুলে ফেলাসহ তার শরীরে হাত দেয়। এতে আরিয়ানা আক্তারের সহপাঠী তরিকুল ইসলাম প্রদিবাদ করলে তারা তাকে এলোপাথারী মারধর করে। পরে তাদের দুইজনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতা বখাটে যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। অভিযুক্ত দুই বখাটে যুবকের সাথে যোগাযোগের চেষ্টা করে কোন সাড়া পাওয়া যায় নি। শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নাছির উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।