সিরাজদিখানে শিয়াল বাচাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত
সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। আহত হয়েছে ৪জন যাত্রী । নিহত সিএনজি চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি । শনিবার সাড়ে ৯ টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া টানা ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি চলন্ত সিএনজির সামনে হঠাৎ কয়েকটি শিয়াল চলে আসে। শিয়াল বাচাতে চালক সিএনজি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে । এ সময় ঘটনাস্থলে চালক মারা যায় ।
সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আর নিহত সিএনজি চালকের লাশ সিরাজদিখান থানায় রাখা হয়েছে ।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৪ জন যাত্রী নিয়ে ঢাকা গামী সিএনজিটি রশুনিয়া টানা ব্রিজের কাছে আসলে কয়েকটি শিয়াল সড়কে উঠে পড়লে শিয়ালকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে কাছের সাথে সিএনজির ধাক্কা লাগে । এ সময় ঘটনাস্থলে চালক মারা যায় এবং সিএনজির চাপায় একটি শিয়ালও মারা যায় । অপর আহত ৪ যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত চালকের পরিচয় জানার চেষ্ঠা চলছে এবং লাশ থানায় আছে আইান প্রক্রিয়া চলমান বলেও জানান থানার ওসি ।