সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজ সেবামূলক সামাজিক সংগঠন এইচ নূর ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস জুড়ে কর্মজীবি, শ্রমজীবি ও ছিন্নমূল মানুষদের জন্য মাসব্যপী ইফতার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন রাজধানী হাসপাতাল এবং ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পাশে মাস জুড়ে এ ইফতার কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা যায়, ইছাপুরার লালবাড়ী গ্রামের মরহুম এইচ নূর হাওলাদারের পুত্র সমাজ সেবক হুমায়ুন কবীর সাগর তার পিতার নামানুসারে এইচ নূর ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। গত বছর সংগঠনটির উদ্যোগে প্রথম বারের মত রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন করা হয়। গত বছরের ন্যায় এবারও মাস জুড়ে ইফতারের আয়োজন করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা টেবিলে টেবিলে রোজাদারদের জন্য বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, শরবতসহ বিভিন্ন ফলমূল প্লেটে প্লেটে পরিবেশন করছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক সুখন চৌধুরী কর্মজীবি, শ্রমজীবি ও ছিন্নমূল বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে বসে ইফতার করেছেন। রমজানের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকার কর্মজীবি, শ্রমজীবি ও ছিন্নমূল মানুষদের অনেকেই এখানে বসে ইফতার করেন।