সিরাজদিখানে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রার্থী হিসেবে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে স্থানীয় ভাবে প্রচার প্রচারণা চালাতে লক্ষ করা যাচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনা আক্তার তুহিন প্রচার প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। প্রচারই প্রসার এমন কথা মাথায় রেখে গতকাল বুধবার বেলা ১১ টা থেকে শুরু করে বিকাল ৪ অবদি উপজেলার রাজানগর, শেখরনগর ও কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া মির্জাকান্দা বাজার, ভারাড়িরা বাজার ,নয়ানগর স্ট্যান্ড, রাজানগর বাজার,শেখরনগর ইউনিয়ন পরিষদ, শেখরনগর বাজার এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় এডভোকেট তাহমিনা আক্তার তুহিন জণসাধারণের কাছে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা ১৪ টি ইউনিয়নের অবহেলিত জণসাধারণের জীবনের মান উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নসহ উপজেলার অসমাপ্ত কাজ সমূহ সমাপ্ত করার মধ্য দিয়ে জনসাধারণের সার্বিক উন্নয়নে অংশিদার হওয়ার নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। গণসংযোগকালে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।