সিরাজদিখানে ভোটের মাঠে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধা।
আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ হোসেন মৃধা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে জনমত বিশ্লেষণে ভোটের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছেন আওলাদ হোসেন মৃধা । তবে নির্বাচনী মাঠে শেষ অবদি ভোটার ধরে রাখতে পারলে আওলাদ হোসেন মৃধা জয় অনেকাংশেই সহজ বলে মনে করেন নেতাকর্মীরা। অন্যদিকে নির্বাচন যতোই ঘনিয়ে আসছে আওলাদ হোসেন মৃধা প্রচারণার ব্যস্ততা ততোই বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
আনারসের প্রচারনায়
জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ নানা ভাবে
তার কর্মদক্ষতা, যোগ্যতা, সততার জণসেবামূলক বিভিন্ন দিক তুলে ধরছেন। ভোটারদের তার বাগে আনতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আওলাদ হোসেন মৃধা বলেন আমি যদি সিরাজদিখান উপজেলার আপামর জনসাধারণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে সিরাজদিখান উপজেলার মানুষের জন্য কাজ করে যাবো। তারা ২৪ ঘন্টা তাদের সুখ দুঃখ ও আপদে বিপদে আমাকে কাছে পাবে। আমি একজন ব্যবসায়িক ও রাজনৈতিক মানুষ তাই উপজেলার কাঠামোগত সার্বিক উন্নয়নে কাজ করার স্বক্ষমতা দুটোই রয়েছে। আগামী ২৯ মে জনসাধারণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সিরাজদিখানকে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ও দুর্ণীতিমুক্ত স্মার্ট সিরাজদিখান উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই সেই সাথে বেকার মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করব । আমি আশা রাখি জনসাধারণ যোগ্য মানুষকে বেছে নিতে ভুল করবে না ইনশাআল্লাহ।