সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রার্থী হিসেবে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে স্থানীয় ভাবে প্রচার প্রচারণা চালাতে লক্ষ করা যাচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা তাঁতী লীগের সভাপতি আসাদুজ্জামান বাবু নির্বাচনি প্রচার প্রচারণার অংশ হিসেবে স্থানীয় ভাবে গণসংযোগ করেছেন। প্রচারই প্রসার এমন কথা মাথায় রেখে গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবদি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু। এসময় নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। গণসংযোগকালে তার সাথে ছিলেন, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, মিন্টু মোল্লা, মোঃ মুক্তার, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল শেখসহ উপজেলা তাঁতী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।