সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নাহিদ আলম খান পশ্চিম রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগরের ব্যাক্তিগত উদ্যোগে নির্মিত হলো শহীদ মিনার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে নব নির্মিত শহীদ মিনারটির উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
শহীদ মিনার উদ্বোধনের পূর্বে ভাষা শহীদদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিক্রমপুর টংগীবাড়ী কলেজ অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ আনোয়ার হোসেন বাদল,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানি দত্ত, এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী প্রমুখ।