সিরাজদিখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মো: রুবেল বেপারী , সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ নাজমুল মিয়া(৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামে মুরাদের বাড়ীতে ঘটে এই ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট নিহত নির্মাণ শ্রমিক মোঃ নাজমুল মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যপুর থানার পশ্চিম কেশালী ডাঙ্গা গ্রামে তার পিতার নাম মোঃ কাসেম মিয়া।
জানাযায়, লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মুরাদের বাড়ীতে নতুনবিল্ডিং এর ছাদে রডের কাজ করছিল। কাজ করার সময় অসতর্কতা বশতঃ ১০/১২ ফিট উপরে বিদ্যুতের মেইন নাইনের তারের সাথে আটকে বিদ্যুৎ স্পৃষ্ট তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থাল উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।