সিরাজদিখানে বন্দু মহল -৯৬ পক্ষ হইতে ঈদ উপহার সামগ্রী বিতরন
মোঃ রুবেল বেপারী সিরাজদিখান প্রতিনিধি :
মানুষ মাুষের জন্যে, জীবন জীবনের জন্য’ এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। আবু বকর চৌধুরী টিটুর সঞ্চালনায়, এনায়ের উল্ল্যাহ রনির সভাপতিত্বে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ান তলী উচ্চ বিদ্যালয়ে বন্দুমহল -৯৬ এর আয়োজনে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠ থেকে বন্ধু মহল, অত্র এলাকার ১ শতাধিক পরিবারের মাঝে সেমাই, চাল, চিনি ও পেয়াজ, তৈল পেকেটে করে উপহার দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব আওলাদ হোসেন মৃধা, সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কে এম তরিকুল ইসলাম রতন, এইচ এম সাইফুল ইসলাম মিন্টু , চেয়ারম্যান কোলা ইউনিয়ন পরিষদ, আলী আকবর, চেয়ারম্যান তন্তর ইউনিয়ন পরিষদ, মীর লিয়াকত আলী, সভাপতি অত্র বিদ্যালয়, কাপাসের হোসেন, সভাপতি কোলা ইউনিয়ন আওয়ামীলীগ, দ্বিন মোহাম্মদ লালু ভাই, সভাপতি সিরাজদিখান উপজেলা কৃষকলীগ, জি এম শাহ আলম, সভাপতি রশুনিয়া ইউনিয়ন যুবলীগ, সহ ৯৬ বন্ধু মহলের বন্ধুরা সহ আরো অনেকে।