সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং
সিরাজদিখান প্রতিনিধি ঃ সিরাজদিখান প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে প্রেস ব্রিফিং করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা অডিটরিয়মে এই প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শবনম সুলতানা। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন আগামী ১৮ এপ্রিল ২০২৪ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতার উপজেলা প্রাণিস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতল কর্তৃক প্রাণিসম্পদ প্রদর্শনী মালখানগর হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত প্রদর্শনীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় বাস্তবানাধীন সর্ববৃহৎ প্রকল্প প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (LDDP)। দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারী ও তাই প্রকল্পের সামগ্রিক লক্ষ্য হল, প্রাণিস্পদের উৎপাদন উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি জনগণকে উন্নত জাতের গবাদিপশু হাঁস-মুরগী প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কীশল অবহিত করত। উন্নত জাতের পশু পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা কিয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ষাঁড়, মহিষ, ,হাঁস,মুরগী,কুকুর, বিড়াল, খরগোশ, বিভিন্ন জাতের সৌখিন পাখি (কবুতর,কোয়েল, বাজরিগর, লাভ বার্ড ইত্যাদি) গবাদিপশু ও হাঁস মুরগীর উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ ও পশুখাদ্য এবং পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই.ঘি,মাখন ছানা ও পনির ইত্যাদি) প্রদর্শিত হবে।
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সভাপতি নাছির উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহম্মেদ, ঢাকা টাইমস ও দৈনিক ঢাকা পত্রিকার মোঃ রুবেল বেপারী, দৈনিক গণ জাগরনের মোঃ রোমান হাওলাদার, সহ সাংবাদিকবৃন্দ।