সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মারখানগর হাই স্কুল ও কলেজ মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা।
আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু,সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দিন ।
প্রদর্শনীতে মোট ৪০ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্টল পরিদর্শন করেন।
পরে প্রদর্শনীর ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরস্কার প্রদান করা হয়।
১৮.০৪.২৪