সিরাজদিখানে নাইট প্রীতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত।
সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া বাগানবাড়ি ঈদ কে সামনে রেখে চাঁন রাইতে কয়েকটা গ্রুপে বিবক্ত হয়ে নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, প্রথম খেলা রাত ৯ টায় অনুষ্ঠিত হয় ফ্লাইট লাইটের মাধ্যমে প্রথম খেলায় অনূর্ধ্ব ১৩ একাদশ বনাম অনূর্ধ্ব ১৭ একাদশ খেলা হয় এতে অনূর্ধ্ব ১৩, ২-০ গোলে জয় লাভ করে, অপর খেলায় বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত হয়, বিবাহিত দল ২-০ গোলে জয়লাভ করেন।
খেলার আয়োজক সাংবাদিক রুবেল বেপারী জানান বর্তমান সময়ে অনক এলাকায় যুব সমাজ মোবাইল গেমস ও বিভিন্ন নেশায় জড়িয়ে পরছে, খেলা সকল খারাপ অবব্যাস থেকে বিরত রাখে, তাই সকলকে মাঠে আনার চেষ্টা, খেলাধুলা করলে শরীল মন ভালো থাকে, সু স্বাস্থ্যই সকল সুখের মুল, আজকে এত সুন্দর আয়োজন করতে জুয়েল শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেদাবী ছাত্র শুভ, কাজল খেলাটির আয়োজন ও সার্বিক সহযোগিতা করেন তাই তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি