সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধান ক্ষেতে পানি দেয়া নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা পৌনে ৮টায়
উপজেলার কেয়ার ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী সিরাজদিখান থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, তারা মিয়া দেওয়ান তারবালিয়াকান্দা গ্রামের ধান ক্ষেতে সেলো ম্যাশিন দিয়ে পানি দিয়ে আসছিল। সিরিয়াল মেনে প্রত্যেকের ধান ক্ষেতে পানি দিচ্ছিল সে। এমতাবস্থায় একই গ্রামের খোকা মিয়া দেওয়ানের ছেলে রমজান দেওয়ান (৪০) ও জাহিদুর দেওয়ান (৩৭) তাদের ধান ক্ষেতে পানি দেওয়ার পর তারা মিয়াকে নাজানিয়েই সিরিয়াল ব্যতিত জগদাসের ক্ষেতে পানির লাইন দিয়ে দেয়। সে বিষয়ে রমজান দেওয়ান ও জাহিদুর দেওয়ানের কাছে জানতে চাইলে তার ক্ষিপ্ত হয়ে তারা মিয়া দেয়ানকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। গালী গালাজ শুনে তার স্ত্রী রাশেদা বেগম ঘটনা আসলে তারা তারা মিয়া ও তার স্ত্রীকে বাশের লাঠি ও লোহার রড দিয়ে এলাপাথারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ও তারা নিয়ে যায়। কালপনিকএ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।