সিরাজদিখানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন আনাফ সরদার
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও কুইজ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান ও মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় দক্ষিণ তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ বিদ্যালয়ের ৫ম শ্রীনির ছাত্র আনাফ সরদার কে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
(১১ মার্চ সোমবার দুপুর ১ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ সম্বর্ধনা দেওয়া হয়।
দক্ষিণ তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান শিক্ষক শ্যামলী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাইদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশুনিয়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ শাহিন সরদার, এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ সেলিম লস্কর, মহিলা ইউপি সদস্য রুপা বেগম, পর্তুগাল প্রবাসী আবদুল মান্নান (মনু), সৌদি প্রবাসী আব্দুল্লাহ, ইটালি প্রাবাসী মনির তালুকদার, মোঃ আসলাম শেখ, মোঃ নূর ইসলাম বেপারীসহ বিদ্যালযের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গুনি জঁনরা উপস্থিত ছিলেন।