1. admin@bangladeshbarta71.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban dhaka : korban dhaka
  3. roeblbapare@gmail.com : Robel BAPARE : Robel BAPARE
  4. robelbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের রোড ব্লকেড সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সিরাজদিখানে নারী ও শিশু অধিকার ফোরাম এর ফরম বিতরণ মুন্সীগঞ্জে ওলামাদের বিক্ষোভ ও তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান! সিরাজদিখানের রশুনিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন! সিরাজদিখানে শিয়াল বাচাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত সিরাজদিখানে ভারতের আগ্রাসন বন্ধ এবং মসজিদ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রবাসী জাহিদ সর্দার এর বৌ শিলা আক্তার বসত বাড়িতে সদন কুমার দেবনাথ অবৈধ ভাবে পোল্টি ফার্ম করছে। সিরাজদিখানে ২৮ জন এইচএসসি শিক্ষার্থীকে ঝিকুটের সংবর্ধনা ড্রিম অয়েলনেস সংগঠন এর পক্ষ থেকে বাৎসরিক আনন্দ ভ্রমণ সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়

Abir

সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষ, থানায় অভিযোগ!

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত

সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষ, থানায় অভিযোগ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন নামে এক পঞ্চাশোর্ধ ব্যক্তির পায়ের রগ কর্তন ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জাহিদ হাসান রতন গংদের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের জনৈক তালেব শেখের বাড়ীর সামনে ব্রীজের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার আনোয়ার হোসেনের ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের বাসিন্দা শেখ মোসলেম উদ্দিনের ছেলে জাহিদ হাসান রতন ও তার ভাই বজলু রহমান স্বপনদের সাথে একই গ্রামের মৃত শেখ সজিতের ছেলে আনোয়ার হোসেন ও তার ভাই মনির হোসেনদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়াদী নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও শত্রুতা চলছিলো। পূর্ব শত্রুতার জেরে শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে ব্রজেরহাটি গ্রামের জনৈক তালেব শেখের বাড়ীর সামনে ব্রীজের উপর পৌঁছলে আনোয়ার হোসেনের পথরোধ করে বজলু রহমান স্বপনের হুকুমে তার ভাই জাহিদ হাসান রতন ধারালো ছ্যান দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দিলে ওই কোপ তার বাম পায়ের হাটুর অপর পাশে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পুনরায় সে আনোয়ার হোসেনের বাম পায়ের গোড়ালির নিচে লেগে পায়ের রগ কেটে গিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নেয়। আনোয়ার হোসেনের শরীরের আঘাত গুরুত্বর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মারধরের শিকার আনোয়ার হোসেনের ভাই মনির হোসেন অভিযোগ করে বলেন, জাহিদ হাসান রতন আমাদের কয়েকটি দাগের জমি জাল দলিল করে দখল করতে চাচ্ছে। আমরা তার বিরুদ্ধে মামলাও করেছি। তাদের বিরুদ্ধে মামলা করায় তারা বিভিন্ন ভাবে আমাদেরকে অত্যাচার চালাচ্ছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে আমার বড় ফজরের নামাজ পড়ে বাসায় চলে যায়। পরে বাড়ী থেকে চাবী নিয়ে দোকানে যাওয়ার সময় ৮-৯ জন আমার বড় ভাইকে প্রানে মেরে ফেলার জন্য হামলা করে। জাহিদ হাসান রতন ধারালো ছ্যান দা দিয়ে আমার ভাইয়ের মাথা লক্ষ করে কোপ দেয়। আমার ভাই সরে যাওয়ায় সেই কোপ তার হাটুতে গিয়ে লাগে। পুননায় কোপ দিলে সেই কোপ টাকনুর উপরে গিয়ে লাগে। এরপর ইচ্ছামত ওরা আমার ভাইকে পিটিয়েছে। মানুষজন দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশও এসেছিলো। আমি আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

অভিযুক্ত জাহিদ হাসান রতন ও তার ভাই বজলু রহমান স্বপনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের উভয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ বার্তা ৭১
Theme Customized By Shakil IT Park