সিরাজদিখানে ছাত্রদলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার সন্ধ্যায় সিরাজদিখান বাজার সংলগ্ন উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণের মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, উপজেলা বিএনপির ১ নং যুগ্ন সম্পাদক আতাউর রহমান হাওলাদার,ছাত্র বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান টিটু, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিব সরকার। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শুভর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, যুগ্ন আহবায়ক সুমন খান,আলমাস ভুঁইয়া, কেএম ইকবাল মাহমুদ,আমিন শেখ, বিপ্লব মাদবর, উপজেৱা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আশিক শেখ, পারভেজ, ইরফান নাঈম,সাল মাহমুদ,মাহবুব তালুকদার,সিফাত, শহিদুল ইসলাম বাবু,আসিফ মোহাম্মদ,বিজয় মাদবর,নাঈম দেওয়ান,লিমন শেখ,রনি শেখ, তানভির, সাকিব, শরিফ, সামিউল,সাব্বির শেখ ও আরাফাতসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর তোবারক বিতরণ করা হয়।