সিরাজদিখানে চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার ইফতার সামগ্রী বিতরণ
মোহাম্মদ রোমান হাওলাদার,
আসুন, এই পবিত্র মাহে রমজানে আমরা প্রত্যেকেই যার যার সামর্থ অনুযায়ী আপনার পার্শ্ববর্তী নুন্যতম একজন অসহায় ও রোজাদারকে হলেও ইফতার বিতরণের চেষ্টা করি এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে অবস্থিত চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার নিজস্ব কার্যালয়ের সামনে থেকে স্থানীয় প্রায় অর্ধশত পরিবারের মাঝে ডাল, ছোলা, বুট, চিনি, মুড়ি, বেশন, খেজুর, পেঁয়াজ, তেল ও লবন প্যাকেটে করে বিতরন করা হয়। এসময় চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার সভাপতি মো: আবুল কালামের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক মো: নাসির উদ্দীনের সঞ্চালনায় সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন, চোরমর্দ্দন কবরস্থান কমিটির সভাপতি মোঃ ফজলুল করিম (মুরাদ), সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শিকদার ও রশুনিয়া ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন দিদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শিকদার, মোঃ আজাহার হাওলাদার, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার সিনিয়র সহ-সভাপতি আলীম হাওলাদার, ক্যাশিয়ার রানা শেখ সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।