সিরাজদিখানে চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের সমর্থনে উঠান বৈঠক!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থী মঈনুল হাসান নাহিদের সমর্থনে উঠান বৈঠক করেছে তার নেতাকর্মী ও সমর্থকরা। কোলা ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিরাজ শেখ ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শুক্রবার রাতে উপজেলার কোলা গ্রামে ইউপি সদস্য মোঃ মিরাজ শেখের নিজ বাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। কোলা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিরাজ শেখের সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদকে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করতে তার পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ। কোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিল আহমেদ লিমনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ লিটন শেখ, কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ হাসেম সরদার, কোলা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কালাম শেখ, কোলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, কোলা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলমগীর মোল্লা, কোলা ইউনিয়ন বিকল্পধারার নেতা মোঃ মোহন শেখ, মোঃ মোক্তার হোসেন, মোঃ মীর আলী শেখ,কোলা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফজাল হাওলাদার,বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিউদ্দিন মোড়ল ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলম শেখসহ আরো অনেকে। উঠান বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের নেতাকর্মী, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।