আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেয়াইন ও শেখরনগর ইউনিয়ন শাখা কমিটির পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বুধবার
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক মো: রাসেল মৃধার অনুমতি ক্রমে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ হোসেন, সদস্য সচিব আনিসুর রহমান দুর্জয় ও মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বে) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত ইমন দেওয়ানকে সভাপতি ও আমিনুল ইসলামকে সম্পাদক করে শেখরনগর ইউনিয়ন শাখা কমিটি এবং মোহাম্মদ তারিকুল ইসলাম মুন্নাকে সভাপতি ও লিছান শেখকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ৯০ দিন তথা (০৩) মাসের মধ্যে অনুমোদিত শেখরনগর ও কেয়াইন ইউনিয়ন শাখার ইউনিট কমিটি গঠনের জন্য বলা হয়।