সিরাজদিখানে উপজেলা বিএনপির জরুরী সভা
মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় সিরাজদিখান উপজেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলার সিরাজদিখান বাজার বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান কুট্টির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সঞ্চালনায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্বক সহযোগীতার পাশাপাশি হিন্দু ও খ্রিষ্টান ধর্মালম্বিদের ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তা জোরদার ও ভাংচুর লুটপাট রোধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতে দল মত নির্বিশেষে যে কোন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য নেতাকর্মীদের আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন,মোয়াজ্জেম হোসেন বাবুল, বাদল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রীন্স নাদিম, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি। এছাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ১৪ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।