সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মঈনুল হাসান নাহিদের উঠান বৈঠক!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ উঠান বৈঠক করেছেন। বুধবার সকালে উপজেলার কেয়াইনের কুচিয়ামোড়া বাজারে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,কেয়াইন ইউপি চেয়ারম্যান ও কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী, কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসিত দাস। কেয়াইন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মঈনুল হাসান নাহিদকে বিজয়ী করতে তার পক্ষে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন লাল,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য আরিফ রশিদ, ইঞ্জিনিয়ার বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, লতব্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ, রশুনীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, লতব্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবরসহ কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।