সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলার রশুনিয়া ইউনিয়নে অবস্থিত তাজপুর কারামাতিয়া আফজালিয়া হাফিজিয়া মাদরাসা লিল্লাহ্ বোডিং ও এতিমখানার উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪ টায় মাদরাসা কক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভিাকেট তাহমিনা আক্তার তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহীদুল ইসলাম, মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জামাল হোসেন খাঁন, মোঃ সেলিম লস্কর,সমাজ সেবক গোলাম কিবরিয়া কানন ও রশুনীয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য মোসাম্মদ রূপা বেগম। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, মাদরাসা পরিচালনা পর্ষদেরর সহ-সভাপতি মোঃ এমদাদ লস্কর, কোষাধ্যক্ষ মোঃ তারা মিয়া বেপারী, পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজ সেবক আব্দুল মান্নান মনু, রশুনীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ প্রমূখ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন।