সিরাজদিখানের মালখানগরে চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের ব্যপক গণসংযোগ!
সিরাজদিখান প্রতিনিধিঃ
আগামী ২৯ মে আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় ব্যপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর কলেজ এলাকাসহ তালতলা বাজার ও এর আশপাশের বিভিন্ন স্থানে ব্যপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় মঈনুল হাসান নাহিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোট প্রত্যাশা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাইদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য বিপ্লব আসাদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী,কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক পারবে পাপ্পু,মুন্সিগঞ্জ জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন লাল,বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন,ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক মোঃ আল আমীন মোল্লা,বাসাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিদ্যুৎ আহমেদ,রশুনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রুহুল আমীন বেপারী। এছাড়া মালখানগর ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।