সিরাজদিখানের বাসাইলের পৃথক স্থানে চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের উঠান বৈঠক অনুষ্ঠিত
মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় উঠান বৈঠক করেছেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বাসাইল বাজার ও বিকাল সাড়ে ৫ টায় ৮ নং ওয়ার্ডস্থ উত্তর রাঙামালিয়ায় নির্বাচনি উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদকে বিজয়ী করার লক্ষ তার পক্ষে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য বিপ্লব আসাদ, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন,বাসাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিদ্যুৎ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ। এঠাড়া আরো উপস্থিত ছিলেন, বাসাইল ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হক মাঝি, বাবুল মাঝি, বিশিষ্ট সমাজ সেবক নান্নু শেখ,তাহের খান, শ্যামল খান, বিপ্লব মাঝি, সুমন মাঝি, স্বপন,আল আমিন হাওলাদার, শরিফ হাওলাদার, বাসাইল বাসাইল ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শেরু, স্থানীয় রমজান,নিরঞ্জন পাল, আক্কাস,রশিদ, শরিফ হাওলাদার ও জাকির শেখসহ বাসাইল ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের কর্মী ও সমর্থক ও বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ মানুষ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।