মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধি : পবিত্র রমজান মাস শুরুর আগেই বাড়তে শুরু করছে নিত্য পণ্য জিনিসের দাম। ইতি মধ্যে সিরাজদিখান বাজারের বিভিন্ন জায়গায় নিত্য পণ্য দাম বেড়েছে রমজান আসার আগেই, চিনি, গুড় (মিঠাই), ছোলা, ডাল, তেল, খেজুর, মুড়ি, চিড়া, সহ প্রাই সব পণ্যের বেড়েছে দাম। এ অবস্থায় ভোগান্তিতে পড়ছে সাধারণ ক্রেতারা। দ্রুত বাজারের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে সাধারন জনগন। সিরাজদিখান বাজারের পাইকারি দোকানিদের সাথে কথা বলে জানা যায় বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে তাদের তাই সে ভাবে বিক্রয় করছি। পবিত্র রমজান মাসে সব চেয়ে বেশি বিক্রয় হয় ছোলা বুট। এই ছোলা এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকায় বেড়ে গেছে, এবং খুচরা ব্যবসায়ীদের বিক্রি করতে হচ্ছে ১১০ টাকায় প্রতি কেজি। পাশাপাশি দাম বেড়েছে ইফতার তৈরির ডালের দাম। সিরাজদিখান বাজারের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, চিনি ১৪৫, মসুর ডাল ১১০ থেকে ১২০, খেসারির ডাল ৯০ থেকে ১১০, মুগডাল ১৬৫ কেজি দরে বিক্রি করতে দেখা গেছে, এছাড়াও ৬০ টাকার বেসন ১২০ টাকায়, চিড়া, ৮০ থেকে ৯০, খেজুর ২৭০ টাকা থেকে ১৫০০ টাকা দাম বাড়ছে প্রকার ভেদ বুঝে।মুড়ি ৮০-১০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ভোজ্য তেল, আটা-ময়দা, চিনি, মুরগি ও গরুর মাংস এবং ডিমের দাম বেড়েছে। ফলে এসব পণ্য কিনতে সব শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠছে।
বাজার করতে এসে মো. রুবেল মল্লিক বলেন, বাজারে এলে কান্না পায়। কারণ আয় বাড়ে না, ব্যয় বাড়ে। তিনি জানান, বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করে প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন পান। কিন্তু পণ্যের দাম যে হারে বাড়ছে, তাতে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে।