সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রার্থী হিসেবে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে স্থানীয় ভাবে প্রচার প্রচারণা চালাতে লক্ষ করা যাচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন নির্বাচনি প্রচার প্রচারণার অংশ হিসেবে স্থানীয় ভাবে গণসংযোগ করেছের।
প্রচারই প্রসার এমন কথা মাথায় রেখে গতকাল সোমবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা অবদি উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজার, ভবানীপুর বাজারসহ জৈনসারের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর মোশাররফ হোসেন সুমন। এসময় নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। গণসংযোগকালে ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।