সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি'র পন্য বিতরণ,
মো: রুবেল বেপারী সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।
রোববার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নে ২৮৫ জন কার্ডধারীদের মাঝে ডিলার ওমর টেড্রার্সের স্বত্বাধিকারী মাকসুদা মিন্টু রিতা এ টিসিবি পণ্য বিতরণ করেন।
৪৮০ টাকায় এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল,১ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি’র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম মিন্টু বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
এ-সময় ইউনিয়ন পরিষদের সকল নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।