মোফাজ্জল হোসেন ঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের নতুন ভবনের ২য় তলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররেফ হোসাইনের এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের -১ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃমসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল তায়েবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবু তোহা আদনান শাকিল, প্রাণি সম্পদ অধিদপ্তরের ডাঃমোঃ কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী,নির্বাচন কমিশনার ফখরুদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মাফুজা পারভীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মধ্যে শ্রীনগর সদর ইউনিয়নের তাজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়নের মুন খান, আটপাড়ার ফজলুর রহমান, রাঢ়ীখালের আব্দুল বারেক খান বারী, ষোলঘরের আজিজুল ইসলাম, শ্যাম সিদ্ধির আলহাজ্ব নাজির হোসেন, ভাগ্যকূলের শাহাদাত হোসেন প্রমুখ।