শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের নিমতলা মোড়ে জেলা সেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক সিদ্দিক মোল্লা ও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। ঢাকা মাওয়া রোডে বিভিন্ন এলাকা থেকে আসা গাড়ি গুলো গুরুত্বপূর্ণ এ মোড়ে মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে,, লাগছে জট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই জেলার সেচ্ছাসেবক দলের নেতারা সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে, অনেকেই প্রশংসা করছেন। তাদের প্রচেষ্টায় নিমতলা মোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।
ট্রাফিকের কাজ করা সিদ্দিক মোল্লার সঙ্গে কথা হয় নিমতলা মোড়ে। তিনি বলেন, এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সকাল ৮টা থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি। মানুষের জন্য এ কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এদিকে সকাল থেকে নগরীর কোথাও কোনো ট্রাফিক, পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।