রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০০৩ বন্ধু দের প্রতি ক্রিকেট টুনামেন্ট।
সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার অন্তর্গত প্রাচীন বিদ্যাপীঠ রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের মধ্য প্রীতি ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, (২০ সেপ্টেম্বর ২০২৪), বিকাল ৩.৩০ ঘটিকায় রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ দল ও বি দলের বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহন করে।
এ দল টচে জিতে ব্যাটিং করার সিদ্ধান নেয় এবং ১০ ওভার ৭ উইকেট ৯৮ রানের টার্গেট দেয় জবাবে বি দল ৬ উইকেট হারিয়ে ৮৮ রান গুটিয়ে যায়, এ দল ১০ রান জয়ী হয়।
প্রীতি ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ ও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন,
এ সময় বন্ধুরা বলেন আমাদের সবাই এখন ভিবিন্ন পেশায় আছি, ব্যাস্ততার মাজে নিজেদের কে একটু হারানো দিনে ফিরে যেতে একটু সময় বের করা। আমাদের জন্য সকলের দোয়া করবেন আমাদের এ বন্ধন যেন সব সময় অটল থাকে।